Fri 19 September 2025
Cluster Coding Blog

কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

maro news
কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

১| আমি তাহাদের কবি

আমি কবি ভাই ভিখারিনীর ছেলে; আমাকে পাবি তোরা দীন জনের মেলে। আমাকে পাবি তোরা কৃষাণের মাঠে; আমাকে দেখবি তোরা মাঝিদের ঘাটে। আমাকে দেখবি তোরা ঠেলতে ঠেলা গাড়ী; আমাকে পাবি তোরা মুচীদের বাড়ী। আমাকে পাবি তোরা রাখালের সনে; আমাকে দেখবি তোরা ধেনু সনে বনে। আমাকে দেখবি তোরা হাল নিয়ে মাঠে; আমাকে পাবি তোরা কুমারের হাটে। কামার,কুমার,ছুতর সবই আমার সাথী; ফুঠপাতের হাটে মোরা নিত‍্য দোকান পাতি।

২| কে বলেছে তুমি নেই

কে বলেছে তুমি নেই আছ জগৎ জুড়ে। যে বলে তুমি নেই থাকো তার হতে বহু দূরে। কাছে পেয়েও তোমায় চিনেনি যে ,তার তো কপাল মন্দ। যে চিনেছে সে পেয়েছে দেখেনি যে ,সেতো অন্ধ। আছো তুমি জগৎ জুড়ে আছ প্রতি জীবের মাঝে। তোমায় আমি খুঁজে পাই ভবের প্রতি শুভ কাজে। সর্বত্র তুমি বিরাজমান আছো সবার মাঝে তুমি। বিপদ কালে বন্ধু বেশে সদা কাছে আসো তুমি।

৩| নারী মর্যাদা

আজ যে নারীর জয় জয়াকার তা নতুন কিছু নয়, আদি কাল হতে চলছে যে তা শাস্ত্র-পুরাণ কয়। আদি কালে ছিল নারী মর্যাদা ছিল সম্মান ও অধিকার, এ যুগের নারী স্বনির্ভরা তবু অপমান হয় বারবার। এ যুগের নারী অধিকার পেতে সদা করে আন্দোলন, আদি কালে তো ছিল না ওসব ছিল মর্যাদা অতুলন।
ইন্দ্র যেদিন ডাকলেন সভা করতে দপ্তর বিতরণ, নারী অধিকার স্থাপিলা সেদিন জগতপতি জনার্দন। লক্ষ্মী পেলেন অর্থ -বানিজ‍্য কৃষি-প্রতিষ্ঠান দপ্তর, প্রতিরক্ষা দপ্তরে মা আদিশক্তি ভয়ে শত্রু কাঁপে থরথর। শিক্ষা,সঙ্গীত ও তথ‍্য সম্প্রসারণ দপ্তর পেলেন বীণাপাণি, মনসা পেলেন হলাহল দপ্তর জল সম্পদে প্রতিত পাবনী।

৪| চাঁদ

পূর্ণিমার চন্দ্র সম রূপের বাহার সোহাগ ভরে `চাঁদ` নাম রেখেছি তার। তনু তার শ্রাবণী বরাকের ঢেউ অপরূপ জ‍্যোতি তার,জুড়ি নেই কেউ। হাসি যেন সদ‍্য ফোটা গোলাপে ফুল মধুর চেয়েও অধিক মিষ্টি তার বোল। বিধির নিখুঁত সৃজন দেহের গড়ন ফলবতী বৃক্ষ যেমন সবুজ বরণ। স্বর্ণ পায়েল বাঁধা আলতা মাখা পদ বড়োই বিচিত্র লাগে যেন কোকনদ।

৫| চাষীর পরিণতি

আপন গাঁয়ে বটের ছায়ে ফসল তোলে মাসি। মুক্ত বায়ে খালি পায়ে চাষ করে চাষী।
রাত দিন সাত দিন চাষী খাটে মাঠে। পুঁজি হীন করে ঋণ বিকি নেই হাটে।
দেনার দায়ে হারিয়ে মায়ে শেষে হয় আত্মঘাতী। নিয়তির রায়ে পিতা হারিয়ে চাষী সন্তানের দুর্গতি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register