মধ্যরাতে মাধবী লতায় জড়িয়ে পড়ার
সাহসটা এখন স্মৃতির হাঙ্গর নদী
যাত্রাপথে জেগে থাকা চাঁদ তারা
অন্ধকারে জোনাকির চোখ যায়
অনিচ্ছার কাঁচ কাটা চকচকে হিরে
চুপচাপ থাকে তীরের ভাঙ্গন খেলা
নি:শব্দের বায়ূচড়া ভাব ধীরে ধীরে কাটে
বাঁশী হাতে শুকনো পাতার ঝরে পড়া নিয়ে
কেউ কিছু বলে না কি হলো এমনটা কেন
চির চেনা রাতের ছবিটা ভালো লাগে না যে
সময়ের সাথে পাল্লা দিতে হবে ঠিকঠাক
ব্যতিক্রম হলে মার খেতে বাকি থাকবেনা।