মেহেফিল -এ- শায়র রুদ্র সুশান্ত

সবাই উলঙ্গ লাশ
এক উলঙ্গ বৃদ্ধ দাঁড়িয়ে শ্মশানকোণে–
কেউ নেই, নেই কোন আত্মচিৎকার, বিমর্ষ কোন বেদনা নেই।
মন্দিরে নেই আলোকবাতি, প্রদীপের উজ্জ্বল শিখা নেই, একটি অবলা পশু ঝলঝল করা চোখে আকাশপটে দৃষ্টিরত।
শ্মশানভূমি শ্মশ্রুহীন, ভিখারী বা মহারাজ, শিব কিংবা রাষ্ট্রনেতা শ্মশানঘাটে শ্মশানকালীর ত্রিলোচনে সবার-ই একই দৃশ্যায়ন। অগ্নিকোণের ঠাঁই দাঁড়ানো কুঠিটা নড়বড়ে ভেঙ্গে গেছে, শিরশির বাতাস বইছে হালকা।
বৃদ্ধের বাঁ হাতে আগুন ডান হাতে জল
রক্তাক্ত চক্ষু, জিজ্ঞাসু অবিরল।