কবিতায়ণে শুভশ্রী সাহা
গভীর অসুখ
গভীর অসুখ পৃথিবীর
মাটিতে আগুন, জলেতে ভয়
তার মধ্যে সন্দেহ হিংসা দ্বেষ
আড়চোখে মেপে নেয় কতদূর
মিসাইল রেঞ্জে প্রতিবেশী দেশ
এখনো চৈতি ফসল ক্ষেতে
কুসুম রোদে আলপনা আঁকে জল
ফজরে আজান, শূন্য ইস্কুল বাড়ি
ফাঁকা বেঞ্চি, বোর্ড, একা শিক্ষক
চাল মাপে মাথা পিছু কটা ঘর
অসুখ ছিল না কারুর কোনদিন
দিন আনা মানুষ জানেনা কোয়ারেন্টাইন
তারা চেনে মুঠোভর চাল,জমি ছ ছটাক
তবু ষড়যন্ত্র বোনে জাল, অসুখ কেনা বেচা,
প্রতিষোধক খুঁজে মরে সরল-জীবন-