পূর্ণিমা নয় ,তবু ঠিক পূর্ণিমার চাঁদের মতন,
অমাবস্যা নয়,তবু আলো আঁধারি আলোর মতন,
আকাশ আর নক্ষত্রের–
ধূসর ছায়াপথ বেয়ে প্রেম আসে,প্রেম যায়,
আমাদের জীবনের বিবর্ণ বাগিচায়।
জোয়ার নয় তবু সমুদ্রে জোয়ার আসার মতন,
ভাঁটা নয় ,তবু ঠিক নিস্তরঙ্গ ঢেউয়ের মতন,
সমুদ্রের নির্জন তটভূমিতে–
সফেদ ফেনিল স্রোতে ভেসে
প্রেম আসে,প্রেম যায়,
আমাদের জীবনের নিস্তরঙ্গ রোজনামচায়।
দৃষ্টি নয় ,তবু মায়াবী আঁখিপাতে জাগে
দুটি গভীর আয়ত চোখ—
সেই চোখের গভীরতায় হারিয়ে গিয়ে
যদি কারো মন ভালোবাসায় হারাতে চায়
অমনি সে মেদুরতায় ঘেরা গভীর প্রেম
চিরতরে দূর হতে দূরে সরে যায়!