|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় জারা সোমা (বন্দ্যোপাধ্যায় )

বর্ণ
রাতের উপসংহার টানতে টানতে
এগিয়ে আসছে যে প্রণয়ী
তার ত্রিনয়নে রেখেছি লেলিহান আগুন
জিভ শুকিয়ে মরুভূমিতে জন্মায় ক্যাকটাস।
অবৈধ আলোচনায় জমে ওঠে কথন
বিগত ক্ষত শুকিয়ে মেলে রাখার দড়িতে টান পড়ে
শুরু হয় নম্বরের গ্যাম্বলিং।
ছাপোষা জীবনে চাঁদ ঢুকে পড়লে
যাপন হারিয়ে ফেলে পথ, মোচনে আত্মপীড়া
মায়ানগরীর আয়নায় বদলে ফেলি
বিকল্প বর্ণ ও ভানুমতির খেল।