ক্যাফে কাব্যে যুবরাজ মাল

কাক ভোর কেটে গেছে,আলোর দেখায় পশ্চিমে রাত ঢলেছে।
কি জানি রাত জাগলাম কেন, কি যেন রাত কানে কানে বলেছে!
বলে ছিলি সুখী হবো, হয়েছি হয়তো তাই।
এখন আর চোখ বুঁজিনা, জেগে জেগে রাত কাটাই।
সমুদ্র মন্থন করছি হয়তো রাত জেগে, অমৃত পাবো বিষ উঠেছে তার আগে।
তাই বুঁজিনা চোখ একসাথে, রাতের তারারা ও আমার সাথে জাগে।
জেগে থাকায় কষ্ট নেই, ভাবনা আছে অনেক,নিজো ভুলের আত্ম গ্লানি তে ভুগি, আর নিজের উপর অভিমান বাড়ে।
দিন হলে যতো ভাবি থাকবো ভালো, সেই তবু অভিনয় করি নিঃস্বাড়ে।
নিঃস্বাড়ে প্রেম এলো, রাত এলো প্রতিদিন এর মতো বলে কয়ে।
হ্যাঁ আমি এখনও রাত জাগি, তার অন্যহাতে হারিয়ে যাওয়ার অন্ধ ভয়ে।
ভয় হয় খুব।
যদি সে ফিরে আসে একবার, আসবে কি সত্যিই? তবে আমি কাছে টানতে ভুলবো না।
অতীত তার যতই খারাপ হোক, সে কথা আর তুলবো না।
হয়তো আজ না ফেরার পালা, আমি ভাবনা তে ভালো থাকি তবে।
সত্যি বলতো, এমন দিন যদি না আসে, তাহলে রাতের আঁধারে কে আমার হবে?
হতাশা