T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় উজ্জ্বল সামন্ত

“প্রতিমা”
খড় মাটি কাদা বাঁশের কাঠামোয় সৃজনশীলতা ফুটে ওঠে ,
শিল্পীর ঘাম ,খিদে ,ঘুম ,অলসতা, প্রশয়হীন সৃষ্টির নেশায় মেতে।
খড় মাটির পুতুলকে দেবী বা ছায়া মূর্তিতে গড়ে প্রতিমা,
দেবী দুর্গার মর্তে আগমনে আনন্দ উল্লাস ঘুচবে নর নারীর দুঃখ-দুর্দশা ।।
মাটির প্রতিমা গড়ে লক্ষ কোটি টাকা ব্যয়ে আনন্দ উল্লাস,
নতুন সাজে সেজে ওঠে নর নারী গহনায়, পোষাক।
ব্যতিক্রম, বৃদ্ধ পিতা, বিধবা বৃদ্ধা অসহায় মা অবহেলিত রাস্তায়,
মলিন ছেঁড়া পোষাক, ফুটপাতে, হাত পাতে, বাঁচে ভিক্ষার দুটো পয়সায় ।।
দম্ভ, অহংকারে বিবেক শূন্য, মানবিকতায় আঘাত!
নিজেকে নিয়েই ব্যস্ত জীবন, সময় নেই অন্যের কথা ভাবার!
ওরা ভুলে যায় , একদিন ওদেরও হয়তো ঠাঁই হবে সেই ফুটপাত।
প্রতিমা তেই মা থাকে, ওরা তবু কেন ভুলে যায়, বারবার?