T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ উজ্জ্বল সামন্ত

মন না চাইলে
মন না চাইলে কোন কিছুই হয়!
অদৃশ্য তবুও অস্তিত্ব অনুভবে রয় ,
ইচ্ছের ইশারায় অনুভূতি লুকায়,
চাওয়া পাওয়ার মাপকাঠি কি হয়?
মন না চাইলে কাউকে ভালো লাগে?
আবেগ অনুভূতি আঁকড়ে অলিন্দে।
প্রেমের শুরু চোখে, ধরা পড়ে মনে,
কখনো শান্ত, কখনো অশান্ত ঘূর্ণি ঝড়ে।
মন না চাইলে কলমে অক্ষর ফোটে,
ক্যানভাসে বাহারি রঙে ছবি আঁকে।
প্রকৃতি ফুল শিশু সুন্দর, মনও তাই
আমরাই তাকে পরিবর্তন করি স্বার্থে,হায়!
মন না চাইলে সৃষ্টি কি কিছুই হতো?
অনুরাগের ছোঁয়া, প্রেম ভালোবাসা বিরহ!
অনুভূতি খোঁজে ভাষার আড়াল, শব্দের সমাহার।
মন না চাইলে ,জনসমুদ্রেও একাকীত্বের হাহাকার…