ক্যাফে কাব্যে উপাসনা সরকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এবারও বলছি বেঁচে যাব
তুমিও ঠাট্টা করে চলেছ বরাবরের মত..
অযৌক্তিক কথা বলা আমার অভ্যেস নয়
তোমাকে উদাহরণ দিচ্ছি লড়াইয়ের
ভাঙা পা,কাটা হাত সৈনিকের
বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানো ফের
বুঝিয়ে চলেছি গোঁয়ার শিক্ষিকার মত
নাছোড় যেন তোমাকে আগামী অঙ্ক পরীক্ষায়
একশো পাইয়ে দেওয়াই আমার মূল উদ্দেশ্য
খোঁড়াতে খোঁড়াতেও আমাদের উঠতেই হবে
চূড়োয় যেখান থেকে ক্ষুদ্র দেখায় সবকিছু
জীবন,দুঃখ,বঞ্চনা সব বুঝিয়ে দেব তোমাকে
উদাহরণ দেব এক উড়োজাহাজের
দুঃস্বপ্নের উড়োজাহাজ
যাতে আপাতত কদিন রাত্রিবাস,হাঁটাচলা মন্থর
কদিন পরই আমরা পৌঁছে যাব
জীবন্ত মানুষের রাজ্যে
ততদিন আমাকে সহ্য করো শুধু
বিশ্বাস করো
প্রতিদানে কিছু চেয়ে বসবনা
যারা ভালবাসে তারা এমনিই থেকে যায়
জেদী, একগুঁয়ে!