।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় উত্তমকুমার পুরকাইত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আলো চেয়েছি আমি
অস্তিত্বে ঝিঁঝির কলরোল
স্বপ্নরা মাথা ঠোকে জানলার গ্রিলে
যে প্রজাপতির ডানা সাজাই
রোজ সকালে
তোমাকে দেখব বলে
তার কোনও রং নেই;
আলো চেয়েছি আমি
অন্ধকার শেষে তাই একা হাঁটি
লাল টিপের পুবালি স্নেহে।
নৈঋতে নির্লজ্জ চাঁদ তবু হাসে
রাত্রির সংকেতে;
কতবার মরব আমি!
কতবার দেখা হবে
নিমকাঠের শ্মশান উৎসবে!
চিলেদের দাপাদাপি নাচে!
অন্ধকারের পাখি
অন্ধকারের পাখি,
গোধূলির রঙে গড়ে
অমানিশা ঘর;
ডানার নিচে ঝোলে তার
পাতাল জ্যোৎস্না ধড়।
এই পাখি ভাসে রাতে,
এই পাখির পঙ্খিল খাতে
ফোটে রোজ ফুল,
পালকে পালকে ঢাকে
রাতচোরা ভুল।
অতৃপ্তির মেঘে তার
জল দাও ঠোঁট,
অন্ধকারে উল্কি এঁকে
পেরোয় সাতটি স্রোত।