• Uncategorized
  • 0

কাব্যক্রমে উজ্জ্বল কুমার মল্লিক

১| রক্ত – হোলি

হোলি এসেছে, বসন্ত আসেনি মনে
লিখছি তোমাকেই অতি সঙ্গোপনে;
ফোটেনি তো স্বাভাবিকে লাল- পলাশ,
মধুকর-রহিত রয় যে আবাস।
বাতাসে, রক্ত-স্রোতে শুধু হোলি-খেলা,
পশ্বাচারে কেবলই আপনি-ভজা;
শিবার তঞ্চকতা দেখি সর্বগ্রাসী,
মনুষ্যত্ব-বিহীন শবত্ব প্রকাশি।
নীরব বুদ্ধিজীবীরা মাগে শিরোপা,
প্রবৃত্তি-মার্গে রয় কেবলই সদা।

২| হায় বিদ্বজ্জন!

সত্য, অসত্য, সবই একধারে রাখি
ফেলে অনাদরে, কেবল তুমিই চলি
ভজে একমনে,সঙ্গোপনে;পুষি আশা
শিরোপা পড়ে মাথে, তোমার কৃপা বলে।
তোমার অনুমোদনে সম্ভব সব- ই
এখানে;কী জাদুতে! বশীভূত সকলে।
ইন্দ্রপ্রস্থেও গৌরব ভজনা তোমার
অঘোষিত ভাবে;ছায়া-যুদ্ধের মাঝেও
বোধ্য আজ সকলের কাছে,নেহাত- ই
বোকা-কান্ত মরে শুধু বিরূদ্ধাচরনে।
সততার মোড়কে রেখেছ আপনাকে
সতত গোপন সু-কৌশলে;অভিলাষ
পুরেছে তোমার সকল-ই;বুদ্ধিজীবী
আজ নিগীর্ন, প্রজন্ম দেখি সিংহাসনে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *