কবিতায় বলরুমে উজ্জ্বল দাস

জিতে গেলাম আমি
আমি রোজ স্বপ্ন দেখি
আমি রোজ স্বপ্ন দেখি আমি আত্মহত্যা করছি,
গুলিয়ে ওঠে আমার গা-
আমার শরীরটা ঝিমঝিম করে ওঠে।
দুলে ওঠে মাথাটা দুবার,
আমি হেরে গেলাম।
আমি জানি আমি তোকে মাদাগাস্কার দেখাতে পারিনি।
আমি তোকে আইফেল টাওয়ার দেখাইনি কখনো।
কিন্তু আমি তো-
আমি তো তোকে, দীঘার উত্তাল সমুদ্র দেখিয়েছি-
তোকে শীতের ডুয়ার্স দেখিয়েছি-
আমি তোকে- আমি তোকে নিয়ে
গড়ের মাঠে দৌড়ে- দৌড়ে ক্লান্ত হয়নি কখনো!
তোর সঙ্গে টাঙ্গায় উঠিনি?
তোকে নিয়ে ট্রামে চড়িনি?
সবুজ ময়দানের মাঠে বসিনি?
তোর হাত ধরে,
কলেজ ক্যান্টিনের ভেজিটেবিল-
কামড়াইনি এক সাথে?
তোর হাত ধরে কফি হাউজের কফি-
বসন্ত কেবিনের কাটলেট-
উত্তর কলকাতার ভাঙাচোরা গলি…
আমি ঘুরিনি?
ভুলে গেলি!
তোর রোদ্দুর ছুঁয়ে যাওয়া ঠোঁট থেকে,
উষ্ণতা নিয়েছি কতবার!
মনে পড়ে! ডুবন্ত সূর্যের রশ্মি যখন তোর শরীরের আঁকে বাঁকে লুকিয়ে পড়তো-
সেই রশ্মি খুঁজে নেবার দায়িত্বও তো আমার ছিল!
তাই না বল।
কিন্তু বিশ্বাস কর
আমি সত্যি চাইতাম তুই একদিন
এত এত এত- বড় হবি,
যে তোকে আমি মাথা উঁচু করে দেখব।
আজ তোর অনেক নাম হয়েছে।
সব্বাই চেনে তোকে।
কিন্তু জিতে গেলাম আমি জানিস!
তুই হেরে গেলি।
আজ হয়তো তুই টেমসের জলে পা ডুবিয়ে বসে-
তোর মাথার ওপরে সব থেকে মলিন ঝুল পড়া তারাটা কিন্তু আমি।
মাথা উঁচু করে দেখ!
ওই চিনতে পাড়ছিস?