কাব্যানুশীলনে উদয়ন চক্রবর্তী

যতিচিহ্ন
প্রতিটা যাত্রা পথের
একটা বিরতি আছে
যদিও ঘুম কোনও বিরতি না
রূপান্তরিত প্রাণ কুয়াশায় ঢাকা
হাইফেন সেমিকোলন কমার মতো
একটা গ্রহণ যোগ্যতা সাথে নিয়ে বাঁচা
যদিও কবিরা এখন আর যতিচিহ্ন মানতে নারাজ
অর্ধ ম্যারাথনের মতো হেঁটে যায় শব্দের হেঁআলি নিয়ে
জীবন নিজেই নিজের সাথে কথা বলে একাকী
দাঁড়ি টেনে দেয় ইচ্ছেমত কখনও কখনও
টেনে দেয় শেষ চিহ্ন শেষ হয়েছে মনে করে
বিশ্বাস হীন সম্পর্কের অনু-উজ্বল আলোয়
যদিও সব কবিতার শেষে একটা দাঁড়ি থাকে এখনও।