কাব্যানুশীলনে উদয়ন চক্রবর্তী

ভালোবাসা একমাত্র পারিজাত
জীবন আর মৃত্যুর মাঝে একটা
গিট পরে গেছে
যেটা অনেকটা পায়জামা কিংবা মশারির
দড়ির যেমন পরে যায় নিজের অনিচ্ছায়
কেউ না খুলল খোলে না
কিন্তু এমন কিছু গিট আছে সময়ের সাথে
দূর্বল হতে হতে খুলে যায় নিজের খেয়ালে
ভালোবাসা একমাত্র পারিজাত
কত শক্ত গিট খুলে দিতে পারে অনায়াসে
এখনই দরকার সে ভালোবাসার।