T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় উদয়ন চক্রবর্তী

অতীন ও রবীন্দ্রনাথ

আলমারির ভেতর মোটা বই গুলো
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে
অতীন কিনে ছিল সবটা না হলেও
অনেকটা পড়েও ছিল এখনও পড়ে।

অতীনের ছেলে বলে ঐ বই গুলো
আর ঠিক কতজন পড়বে বলতে পারো?
তোমরা এবার ঐ লোকটকে নাড়াচাড়া করা ছাড়ো।

অতীন কোনো কথা না বলে নিস্তব্ধ নিরুত্তেজে শুধু বলে ওরে ঐ অচেতন মলাটে এক সমুদ্র চেতনা ভরা আছে যার পাড় আছে গভীরতা অনিঃশেষ।

যদিও এ কলঙ্ক মুছবার নয় তোরা জানিস
যে সম্মান চুরি হয়েছে সেটা জাতিরই অপমান
আসলে চুরি হয়েছে বাঙালির এক সমুদ্র অভিমান।

নিশ্চুপ নিস্পন্দ ঠাকুরের চেয়ে ও যে অনেক
সচল অনেক পূজনীয় ফুল চন্দন ছাড়াই হোক পূজো তার নামে এক বিশ্ব নাগরিক কবির কবি রবীন্দ্রনাথ রক্ত মাংসের এক মানব ঠাকুরের।

এ তোমাদের অতীত ধরে থেকে নিরন্তর খুশি
সেও তো এঁকে রেখে গেছে একটা খড়ির গন্ডি
রেখে গেছে তার পরিধি দিগন্ত রেখা যতখানি
তোমারা সেটুকু হেঁটে কিংবা না হেঁটে আজও অভিমানি।

যদিও এ কথা সত্যি তবুও এখনো কিছু সাগর
আছে পরিধি পেলেও গভীরতা মাপা হয়নি এখনো
যদিও সে সাগর আর কেউ খুঁড়তে পারেনি আজও
তাইতো ঐ সাগরের ঢেউয়ে দোল খেয়ে আমরা স্নান করি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।