T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় টুলা সরকার

লেখা হলোনা
লিখতে বসি রোজ কিছু।
রোদ এসে ঝলসে দেয় লেখা,
অতি আলোতে অদৃশ্য সব,
আবার বসি অলিন্দের পাশে
প্রায় মৃত ডুমুর গাছটি গেছে বেঁচে।
দৃষ্টি আটকে সেই ডুমুর গাছে।
সজীব তার শরীর পত্রভারে।
ভাবনারা এসে ভিড় করে।
ভাবনার আধিপত্যে কলম করে অভিমান।
নারকেল গাছের মাথায় এক পাখি
একনাগাড়ে ডেকে চলেছে, কর্কশ কণ্ঠে।
খাতার পাতাগুলো ওলটাচ্ছে বাতাসে।
লেখা আজ আর হলোনা, চুপচাপ বসে।
বন্ধ কলম, বন্ধ খাতা বিরক্ত রোষে।
এভাবেই লেখা আর হয়না গভীর চিন্তনে।
লেখার অভাবে অভাবী মন উচাটনে।