|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 বিশেষ সংখ্যায় টুম্পা সাহা

স্বাধীন জন্ম
মানুষ জন্ম এই স্বাধীন ভারত,
ব্রিটিশের অধীন মুক্ত ভারত।
এখানে আজও শিক্ষিকার
জীবিকা যায় পোশাকের অপরাধে।
শিক্ষা, শিক্ষকতা বিকোয়
কয়েক লাখে নেতার দরবারে।
তোমার আমার ঘরে ছড়িয়ে অভাব
তাই ঢেকে রাখি রঙ ওঠা কার্পেটে।
বিশ্বে সেরা অর্থ উপার্জনে ভারতবাসী
গর্ব হয় না তোমার!
ছিঃ তুমি পরশ্রীকাতর।
শীঘ্রই হারাবে তুমি ব্যক্তি অধিকার
তোমার ভাষা, তোমার শিক্ষা,
তোমার খাদ্য, তোমার ধর্ম,
তোমার পোশাক, তোমার বন্ধু,
তোমার গান ও চলচিত্র
হরন করবে রাষ্ট্রের যন্তর মন্তর ঘর।
তুমি দেখো নিজের পাল্টে যাওয়া
বন্দি যাপনে অভ্যস্ত হওয়া।