T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন টুলা সরকার

শক্তির আরাধনা
হৈমন্তিক হালকা হালকা শীতের আমেজ।
উৎসবের রেশ এখনো ফুরোয়নি,
আসছে মাতৃশক্তির আরাধনা।
দীপাবলির আলোর রোশনি।
দিকে দিকে সেজে উঠছে শহর, গ্রাম।
হাতে গড়া প্রদীপ এখন বিরল,
প্রযুক্তি জায়গা করে নিয়েছে প্রায় সব,
এখনও আছে কিছু পুরনো নিয়ম গ্রাম্য সরল।
মাতৃশক্তিতর আরাধনায় কেটে যাক অন্ধকার।
শুভ্র আলোর জ্যোতি ছড়িয়ে পড়ুক চারিদিক।
অমানিশার কলুষিত অমানবিক অধ্যায় যাক মুছে
আলোকিত হোক সমাজের সর্বদিক।
শব্দবাজির বন্ধ হোক অত্যাচার।
শব্দহীন আলোতে মাতুক উৎসব,
আত্মীয়-স্বজন পরিবার মিলুক ছন্দে
বর্ধিত হোক অন্তরে ভালোবাসার বৈভব।