কবিতায় টুলা সরকার

এই বসন্তে
তোমার আগমনে যতটুকু আছে জয়—
সেইটুকুই দাও আমায়, ততটুকুই চাই,
জানি, যে গেছে সে ফিরবার নয়।
পরিস্থিতি যা দেবে, ততটুকু চাই তাই।
বসন্ত তোমাকে বলছি, আছে কী সুখ?
যা দিতে পারো দু-হাত ভরে অনায়াসে,
সেটাই দাও নেবো, ভুলে যাবো যত দুখ।
গুঞ্জিত ভ্রমরের গুঞ্জন ভাসে বাতাসে।
প্রজাপতি উড়ে বেড়ায় ফুলে ফুলে,
নৃত্যরত আবেগী হৃদয় পুলকিত সাজে,
উজান বাতাস স্পর্শ এলোমেলো ভুলে।
ফুরফুর অন্তরে অনুরণিত ধ্বনি বাজে।
কত বসন্ত এলো গেলো জীবন মাঝে
এই বসন্ত বলছে কানে, সময় কম খুব
যা পাওয়ার নিয়ে নে, যাক যা গেছে।
নিঙড়ে নে রক্তিম রঙিন বসন্ত সুখ।
আমার শহরে নেই কৃষ্ণচূড়া পলাশ
ঘুরেফিরে খুঁজে বেড়াই বসন্ত সাজ,
চঞ্চল উচ্ছ্বাস উদ্দম বসন্ত বাস।
অলস উচাটন মন, নেই কোনো কাজ।