কবিতায় টুলা সরকার

অব্যক্ত প্রেম
হৃদয়ে এতো প্রেম-
কেন ঠকাচ্ছো তাকে?
অন্তরের অন্তর স্থলে
বাস করে যে অব্যক্ত ভালোবাসা
তাকে কেন গলা টিপে মেরে ফেলা।
শুধু বিরহের গান আর কবিতায়-
দমবন্ধ প্রেমের রূদ্ধ গলা
একবার মন খুলে বাঁচতে হবে।
প্রকৃতির সাথে বিশেষ জনকে পেলে,
সংসার সব দুঃখ দেবে ভুলিয়ে।