কবিতায় তাপস মাইতি

ছাড়পত্র
এত মৃত্যুমুখ দেখেছি
কোনো যাওয়াটাই এখন
আর আমাকে বিধ্বস্ত করে না
বুঝেছি, সব যাওয়া ভীষণ বাধ্যতামূলক
এই উনুন, ছাদ, বাতাস যে
আমার গমন আটকায়, ওরা একদিন
আমারই বিরুদ্ধে ছাড়পত্র তৈরি রাখে
যেতে যেতে সব
দুঃখেরাও একদিন মরে যায়
পশু-পাখি তাই
এত তাড়াতাড়ি শোক ভোলে!