কবিতায় তাপস মাইতি

নারীরা
নারীরা, মুক্ত- স্বাধীন নও যখন
তোমাদের দেশটাকে জ্বালিয়ে দাও।
ধর্ষণ, খুন হলে আচমকা কঠোর হাতে
রাজ্যপাট দাও উল্টে।
দেশকে আর ভালোবাসতে চেয়ো না
কান্না না- করে নির্ঘন্ট করো প্রতিবাদ
পুরুষদের টার্গেট হয়ো না।
নারীরা, নিজেরাই জাগো, ছোটো—-
বুঝিয়ে দাও, আমরাও দুর্বিনীত অন্ধকারে
আগুন জ্বালতে জানি।
গর্জে উঠে শয়তান বধ করবার খেলায়
ভীমবলে মেতে ওঠো শিগগির।