Poem In Other Language By তপনজ্যোতি মাজি (Bengali Poem)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নির্ধারিতের দেশ
নির্ধারিতের দেশে ফিরে যেতে চাই। প্রাচীর উৎসব শেষ।
ঘুম থেকে ঘুমে চলে যায় শরীর। কেউ নেই তুমি ছাড়া ,
যার কাছে বিশ্বাস সমর্পিত রাখা যায়।
অরণ্যে অরণ্যে শুরু হলো বৃষ্টির মরশুম। কিছু বৃষ্টি কি
থেকে গেছে তোমার স্নান ঘরে? শাওয়ার ও বৃষ্টির যুগল
ছোঁয়ায় তুমি দেবী হও ঘুমোতে যাওয়ার আগে।
ঘুমের অধ্যায় কেবল দুপাতায় শেষ হয়ে যায়। আটশো
শব্দের পর শুরু হয় রাত জাগবার পালা। কবি কিংবা
গবেষক জানেন মস্তিষ্কে বিপ্লব হয় মধ্যরাতে।
ছদ্মবাস ছেড়ে যে ভাবে বেরিয়ে ছিলেন শাক্যপুত্র একা
পদব্রজে , সেভাবে মিথ্ হতে ইচ্ছা করেনা। বরং দেখতে
চাই জীবন থেকে জীবনে প্রসারিত হোক পথ।
নৈর্ব্যক্তিকতা নিয়ে কথা হলো ঢের। এবার তোমার কথা
বলো। নৈঃশব্দ্যকে প্রশ্ন করেছি বহুবার। নির্বাক সময়ে
মনে হয় ঈশ্বর কি পরবাসী !