কবিতায় তাপস মাইতি by TechTouchTalk Admin · September 19, 2024 যাওয়া সব যাওয়া মিথ্যে না কিছু মিথ্যে যাওয়ার মধ্যেও সত্যিরা জেগে ওঠে। পেছনে অনেক শত্রু লাগে কতটুকু দাগের আনাচ খ’সেছে একবার যাওয়া সমাপ্ত করলেই। যাবার জন্য যাওয়া নয় হাতে হাত রেখে চলতে গেলে বিশ্বাসের ভার বুঝে চলতে হয়। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 সাপ্তাহিক ধারাবাহিকে বিজয়া দেব (পর্ব – ৭) July 24, 2022 by TechTouchTalk Admin · Published July 24, 2022