কবিতায় তাপস মাইতি

চিত্রমালা
গভীরতার অঙ্কনে ফুটে উঠছে
একটি জৌলুস প্রবাহ
খালের মতো স্রোত বাইছে অন্ধকার
কোথাও যেন দপ্ দপ্ আলো
জ্বলে উঠছে,
স্মরণ ছুঁয়ে যায় জোনাকি
ওই মোহ – আচারে খট্ খট্ শব্দ
কে যায় ছবি এঁকে
আর্টের ভূমিকা গড়ে
হাত কাঁপছে, তবু বর্ননায়
ফুটে উঠছে কারোর চিত্রমালা।