T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ তাপস মহাপাত্র

দাগ
ভ্যালেন্টাইন এলে
পুরোনো দাগগুলো চাপা পড়ে যায়।
যে কোনো উপকূলে
নতুন হাওয়া লাগে, মনোরম স্রোত
তবু প্রতিটি ভাটার পর
ফের জাগে গতজন্মের দাগ।
তখন ছন্দনীড়, বায়বীয় পৃথিবীর আলো
কী আর সন্তাপ তবে,
যে প্রাণ প্রাণের গায়ে লাগে
নয়া চরে ভাঙে না তার মৌল-আবেশ !
ভাঙা বাঁধের ধারে কে আর বলবে কাকে নিঃস্ব হতে !
শুধু ভেসে যায় বাসা,
যেন ভালোবাসার গায়ে কত জন্ম, কত অভীপ্সা আঁকা।
ভ্যালেনটাইন মানে ঈশ্বর ও মানুষের পাশাপাশি হাত পেতে থাকা।