T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় তাপস মাইতি

না – হয় জ্বালো

নদীর মতো ব’য়ে চলে গেলে
চলে গেলে সূর্যাস্তের মতো

এসেছিলে রাতের নক্ষত্রে
আবার দিনে হ’লে গত।

কোনোদিন পাওয়া যায় না
যেভাবে প্রদীপ পায় আলো

একদিন তেমনি করে ,
আমায় না – হয় জ্বালো

জ্বলতে চাই আরও সন্ধ্যাকূপে
সারারাত পুড়তে চাই দারুণ
সুগন্ধি ধূপে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।