T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় তাপস মহাপাত্র

ব্যথাও বোদ্ধা হয়
আমার এক সুন্দর ব্যথা আছে
মাঝেমাঝে এসে সান্ত্বনা দেয়।
পাঁজরের ভাঙচুর থাকে না তখন
নির্জন চালে এসে বসে না কোনো
মধ্যাহ্নের পাখি। তখন
সাঁকো পেরানোর তাড়া থাকে না বলে
ওপারে গেল এলো কারা, যায় আসে না কোনো।
তখন বুঝতে পারি-
কোনো অজ্ঞতার স্বীকৃতি নেই জীবন জগতে
ধূপের কাঠির মতো সেই ব্যথা
যখনই জ্বলতে থাকে
ধোঁওয়ার কুণ্ডলী বেয়ে উঠে যাই স্বর্গশহরে।
নিজের হাত ধরে নিজে নিজে-
ঘুরে বেড়াতে আমার বেশ লাগে।
চালতা ফুলের মতো বহুধা বিষাদ এসে-
পাত্তি হেরে যায় সেই মহৎ সফরে।
ব্যথাও মাঝে মাঝে ভীষণই বোদ্ধা হয়ে ওঠে।