কবি স্মরণে তিলক মুখার্জি
by
·
Published
· Updated
হায় রবি
হে রবি – সৌরমণ্ডলের অধিপতি তব তেজ বিকিরণে নিঃশেষ
করিয়াছে লক্ষ কোটি ক্ষুদ্র বৃহৎ কীট। হয় নাই অবশেষ ,
এখনো নিশীথে কেহ শয়তানের মন্ত্রবলে , সহসা মাথা উঁচু করে –
গ্রাস করিতে উদ্যত ,যাত্রা করে প্রেম শান্তি সহাবস্তাহানের আঁতুড় ঘরে।
হে রবি – করুনাধারার ভগীরথ , “অধনের ধন”, “অনাথের নাথ”,
দীর্ঘ প্রসারিত বটবৃক্ষের শীতল ছায়াসম আপনি
প্রাণনাথ ।
যে মানব প্রাণভিক্ষা মাগে দুর্দশায় পীড়িত, তব চরণতলে,
তাহার অকৃতজ্ঞ বংশধর ক্ষতবিক্ষত করে শাখা, অজ্ঞানতার কুড়ালে ।
হে রবি – প্রেম সম্রাট ভালোবাসার খনি, “আমার সকল রসের ধারা ” ,
প্রেমের উজানে ভাসায়েছো গ্লানি, ব্যথিত হৃদয়ের তপ্ত ফল্গুধারা।
তবু তারা আসে পিছু নাহি ছাড়ে বাঁধিয়া ফেলে শক্ত নাগপাশে,
তোমাতে আমাতে রাখিতে না চাহে , সুরের মিলনে কবিতার পাশে ।
হে রবি – সন্ন্যাসী কবি , ত্যাগী রাজর্ষি : শান্তির বীজ মন্ত্রে দৃঢ় তপস্বী।
সাধনা তব অখণ্ড ব্রহ্ম , মানবতার হিংসার প্রতিবাদে
বিধ্বংসী ।
হায় রবি – অস্তরাগের প্রতিচ্ছবি বন্দিত তিনি ;হতে পারে নাই সর্ব পথগামী,
মহান জন্মভূমি ভুলিছে তাঁর “অমৃতের পুত্র “- যেটুকু বিরাজিত সুরে সুরে- নিম্নগামী।