কবিতায় তাপস মাইতি

প্রতি
প্রতি আকর্ষিত হই
মেঘকে যেভাবে টানে আকাশ।
ওই উছল চোখে
বয়ে যায় মোহনার স্রোত,
বিকশিত হই গাঙের পাখি।
যে হেঁটে যাওয়া নুপূরের শব্দ
ধূলিকণাগুলোকে চঞ্চল করে,
হই দয়ালু বাতাস।
শান্ত দিঘির মতো শরীর,
ফুটে ওঠে ঢেউ খল- খল,
ডুবতে চাই আজীবন নিজেকে সঙ্গী করে।
প্রতি, এই অভিপ্রায়
একটা ঝর্ণা ধারার মতো
বইছে ওই পদযুগলে।