• Uncategorized
  • 0

কাব্যানুশীলনে তাপস মহাপাত্র

পুণ্য করি

তোমাকে ভালো না বাসলে পাপ হয়
তাই আমি পুণ্য করি ।
এ তীর্থে উপাচার এটুকুই,
না জানি তার শুদ্ধতা, না বুঝি মন্ত্র-জপ ।
প্রিয় কবিতা ছেড়ে তুলে রাখি সাদাপৃষ্ঠাগুলি
যদি চাও ঢেকে নিতে- সমস্ত নিরুপায়, নিতে পারো ।
যে আলো তোমাকে ছুঁয়ে ছায়া হয়ে যায়
কী জানি তার প্রতি আক্রোশ কেন !
ছুটে যাই গ্রীষ্মের পথেঘাটে,
শেষ হলে চাতকের পাঠশালা
অপেক্ষার হাত থেকে লুফে নিই শ্লেট খড়ি,
বুক ফুলিয়ে লিখি- বেশ আছি পুণ্য করে !
তোমাকে ভালো না বাসলে পাপ হয়
এ কথা বলে আসছি আমি যুগ যুগ ধরে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।