কবিতায় তপন মন্ডল

বিশ্বকবি
মানব ব্রহ্ম তুমি রবি, বিশ্ব খ্যাত কবি।
তোমার কলমে ফুটেছে, রঙিন কত ছবি।
উচ্চকণ্ঠে জবাব দিতে, অপবাদ নিলে শিরে।
ইংরেজ দানব জব্দ হলো, শিক্ষা পেলো ধীরে।
গল্প কাব্যে হৃদয় জুড়ে , একতা আনে প্রাণে।
ভারতবাসী মুগ্ধ হলো, তোমার সজীব গানে।
গীতাঞ্জলি দিলো নোবেল , খুশি বাংলা ভাষী।
বর্বর কাণ্ডে ত্যাগী উপায়, রইলে না আর দাসী।
ভানুসিংহ ছদ্মনামে, লেখো পদাবলী ।
গোরার নিষ্ঠুর উৎপীড়নে, কলম ওঠে জ্বলী।
তুলির টানে চিত্র শিল্পে, ভূবন বন্দী ফ্রেমে।
গ্রন্থ কীটে প্রদীপ জ্বেলে, মুগ্ধ তোমার প্রেমে।