কবিতায় তাপস মাইতি

রাঙা
যে আঁধারে জোনাকি ফোটে
ফের সেই আঁধারেই
অন্ধকার আসে জ্যোৎস্না হাতে।
তার পরের পাতায় নৌকো বাইছে ভোর
তুমি- আমি কোনোদিন কি
ওভাবে ফুটতে পারি না?
এখনও মেঘের কোলে বৃষ্টি ঘুমন্ত
রোদে পুড়ে যায় তার ঘাম
শিশির জাগবে বলে রাত্রি মাখছে।
নক্ষত্র সার বেঁধে গাঁথছে মালা
এসো, এবার তাহলে গলা বাড়াই—-
তারাগুলো যেন ঝুলে গিয়ে,
সুন্দরকে না- হারায়।