কাব্যানুশীলনে তপন কুমার সাহা

মৃত মানুষের দেহ

ধ্বংস স্তুপের নিচে দাঁড়িয়ে মৃত মানুষের দেহ
গুনছি –
কান্না আর আসে না !
অভাগা গুলো ছুটে বেড়ায় মরীচিকার পিছনে,
হাতে তালি দিয়ে চলে লজ্জার অনুদানে ।
স্বার্থবাজদের পাল্লাভারী জমক চমক বেশি,
ভিতরে গভীর ষড়যন্ত্র মুখে রাঙানো হাসি ।
ক্ষিদের জ্বালা বড় জ্বালা হার মানে মনুষ্যত্বর
কাছে ,
চোখ থাকতে অন্ধ হয়, কপালে যা লেখা আছে ।
সব বুঝেও বোকা হওয়া অতি চালাকির হাতে !
ভেলকি বাজি দেখিয়ে দেওয়া স্বার্থপরতার সাথে
নিঃস্বার্থ যেজন আছে তাদের সাথে, হাতে কলঙ্ক
মেখে –
ভুল বুঝে তাড়িয়ে দেয় অভাগারা ভবিষ্যৎ না
দেখে ।
হিংসা ছড়িয়ে পড়ে গোপনে ঘরের কোনে
অসহায় হয়ে তখন স্বরণাপন্ন হয় ভগবানে ।
মাথার উপর বাজ পাখির ছায়া যত দেখছি –
ধ্বংস স্তুপের নিচে দাঁড়িয়ে মৃত মানুষের দেহ
গুনছি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *