কবিতায় তন্ময় কবিরাজ

রক্ত শহর
রক্ত মেখেছে কলেজস্কোয়ার
নোয়াখালী থেকে ধর্মতলা,
ইতিহাস তো আজও আছে
লাশ যত সব পচা গলা।
কলকাতা নারী মুখ ঢেকেছে
ধর্ম বলেছে আমার দেশ,
গঙ্গার জল রক্তে দূষিত
শাসক শাসনে জাগছে বিদ্বেষ।
অতীত ভুলে জেগেছে অট্টালিকা
ইতিহাসে নতুন ভোরের আলো,
রাম রহিমের টানাটানিতে
অক্টোবর হয়েছিল কালো।
চুপ ছিল তারা সরকারে যারা
ঘুমিয়ে মিছিল তরুণ সারি,
তোমরা শেষে লাশ গুনেছিল
খবর নেই ধ্বংস শত বাড়ি।
তোমরা আসবে তোমরা যাবে
রাজনীতি আর লালসার টিকা
আমরা আছি সবাই মিলে
রাখা আছে যত্নে কোরআন গীতা।