খবর রাখলো না কেউ
খবর রাখলো না কেউ
খোলা আকাশ মেঘের ভয়ে পাখি এলো না
কঙ্কাল ফাটা মাঠ বৃষ্টি আসেনি
নেই রূপাই সাজুর অবকাশ
সন্ধ্যা নামলেও ঝি ঝি ডাকে না
আমি আরো কত একা হলে
নিঃসঙ্গতার আশীর্বাদে তুমি আসবে?
মাঘ এসে চলে গেল
আমার কার্নিশে যে পাখিটা খড় এনেছিল
সে আর নেই,ভাষাহীন
বেরঙিন জলে শুধু মায়া ভেসে আসে
কতো আলো, লোকালয় ছেয়ে ক্রমশ
হারিয়ে যাচ্ছে রাতের জাহাজ
আমায় শুধু কেউ ডাকলো না?
রেখে গেলো সুখ, ভাল থাকার আশ্বাস
অনাহারে দিন, গাছও পায়নি জল
ঝরা বকুলের গন্ধে শুধু বেঁচে থাকা
যারা ফিরে আসে তারাও আমার খবর রাখেনা
তারাও পলাতক, কেউ নিহত
আমি তাদের গল্প শুনি নির্জন সৈকতে
আমার কথা কেউ শোনে না।