কবিতা সিরিজে তুলসী কর্মকার

১| অনমিত
দলমণ্ডল সাম্রাজ্যে নিমগ্ন চোখ
প্রস্ফুটিত অপরাজিতা
খাঁজ ভাঁজ নৌকো গড়ন
সংযুক্ত নিমকি য় গর্ভকেশর
শিরা উপশিরা
উৎফুল্ল ভঙ্গি প্রকাশিত উপত্যকা
শিহরণ কথা বলে
নীল সভ্যতা উন্মুক্ত
সদ্যোজাত যুবতী মুখ ঢাকা দেয়
২| মূলদেশ
কিছুটা সভ্যতা পেরিয়ে মাংস রক্ত অস্থি সেখানে আমি’র বাস
একাধিক ভাস্কর্যে আনত প্রোটিন সংকলন গ্রন্থিতে আবদ্ধ
তাঁরা সব আমি’র সংস্করণ ছোটো ছোটো আশকারার দাস