কাব্য কথায় তনিমা হাজরা

অণুকবিতা Series ৪
(১)
বিবিধ কৌণিক মাপে ঝরে জলপ্রপাত,
তীক্ষ্ণতার মাত্রা শুধু অনুভব করে
ধাত্রী গিরিখাত।।
(২)
আমার বাবার চিতায় আগুনের পাশে দাঁড়িয়ে বুঝেছিলাম আগুনও কী
ভয়ানক ঠান্ডা হতে পারে।।
(৩)
কৈশোরের প্রথম রজঃশ্রাব
ঠাকুমার আঁচলের নীচে শিলাবৃষ্টিপাত,
এসব এখন প্রবাদ।।
(৪)
বুদ্ধু বনছি তো রোজই, মিছিমিছি
কেন এপ্রিলের প্রথম দিনে ফুল রেখে গেছো ছেঁড়া জুতোর ভিতরে??
(৫)
পাখির দোলনার কি প্রয়োজন??
তবুও সে উড়ে যেতে যেতে
একবার বসে দোল খেয়ে যায়।।
(৬)
একবার আকাশে উড়তে পারলে
অগ্রাহ্য করা যায় সব
পথ ও পাঁচিল।।
(৭)
বিবাহবিচ্ছেদ আসলে
একটি পুরনো মৃত্যুর
বকেয়া সামাজিক শ্রাদ্ধানুষ্ঠান।।
(৮)
পূর্ণিমা রাতে সমুদ্র ভাবে চাঁদকে ধরেছে তার গর্ভের ভেতরে, এই অন্যমনস্কতায়
জেলেরা ফুসলিয়ে মাছ নিয়ে পালায়।।
(৯)
তোর শহরে বৃষ্টি হলে ভেজে আমার মাটি, দুরত্ব ভাঙ্গতে পারেনি তাই,
আমাদের সাধের বসতবাটি।।
(১০)
গাছের সুবাস রাখা ফুলের ভিতরে,
শিকড় চুপচাপ জল
বয়ে চলে।।