কবিতায় টোটন দাস

দেশভাগ

যা কিছু ঘটবে যে কোন ঘটনায়
সেখানে এখনও আলো জ্বেলে রাখা যাবে
মিছিলে আমরা হেঁটে যাব পায়ে পায়ে
আমাদের কথা চারিদিকে পৌঁছাবে৷

গোলাম ফোটাব বন্দুকে বুক পেতে
ভয় কী আজকে হার না মানার জেদে
রক্তের শোধ মুছে দেব ধানক্ষেতে
তোমরা যারা চিনতে পারনি এদের৷

চোখ তুলে দেখ চিন্তায় কাটা দাগ
মুখোশে এরা মানুষ সেজেছে বেশ
এদের মগজে প্রতিদিন দেশভাগ
এরাতো চায় লুন্ঠিত এক দেশ৷

শেয়াল শকুন এরাতো মানুষ নয়
এদের জন্য প্রতিদিন জমে ঘৃনা
জনস্রোতে আজ মুছে দেব সব ভয়
আমরা যে আর দেশভাগ মানছি না৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।