দিব্যি কাব্যিতে তাপসী দে

চিঠি
স্বর্গে থেকে এলো চিঠি ,
আমার মায়ের লেখা,
সত্যি বা সে নাইবা হলো
স্বপ্নে আমার দেখা ।
মা লিখেছে কেমন আছিস?
ছোট্ট চাঁদের কণা,
স্বর্গে থেকে দেখি তোকে ,
তুইতো জানিস না।
সেই যে কবে এলাম ছেড়ে ,
পাসনি কত কাছে,
তাইতো তোকে লিখবো চিঠি,
এখন মাঝে মাঝে।।
আবার কখন হঠাৎ করে
বাবাও লেখে চিঠি ,
চিঠির পাতায় মুখটি বাবার
হাসে মিটি মিটি।
বাবার চিঠি পড়তে পড়তে ,
ঘুম টি ভাঙে যেই,
চেয়ে দেখি বিছানায়
কোনো চিঠি নেই।।।