কবিতায় টোটন দাস

আগুন ছুঁয়ো
কথা এখন যুক্তি খোঁজে
ব্যাথা খোঁজে ভয়
ভুলে যাই খুব সহজে
অন্য কিছু নয়৷
একটা দিন ছোট্ট রাত
অন্ধকারে জমা
কোথায় কাটা রক্ত হাত
চেয়ে নেবে ক্ষমা ৷
শুধুমাত্র বেঁচে থাকা
রাতের অভিশাপ
মৃতদেহে শান্তি রাখা
হাতের মধ্য পাপ ৷
ছিঁড়েখুঁড়ে করলে দাবি
আগুন পোড়া ঠোঁটে
নীল আঁচলে বাঁধা চাবি
শরীর বেয়ে ওঠে৷
শরীর যেন শরীর নয়
আগুনের পাতকুয়ো
বাঁচার জন্য করলে ভয়
মরার আগুন ছুঁয়ো৷