T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় তুষার ভট্টাচাৰ্য

দেবী প্রতিমার খড়্গ কৃপাণ
একটি ধর্ষিতা মেয়ের নৃশংস মৃত্যু হলে
রাত পাখি দু’চোখে অশ্রু মেখে কেঁদে কেঁদে উড়ে যায় আকাশ গঙ্গায়
আদিম অন্ধকারে ওৎ পেতে ক্ষুধার্ত হায়নার দল;
অত্যাচারিতা সীতা দ্রৌপদীর এই দেশে
আজ কে আর নারী জন্ম চায়?
সব মেয়েদের দু’হাতে ঝলসে উঠুক
আজ দেবী প্রতিমার খড়্গ কৃপাণ l