T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় তানিয়া ব্যানার্জী

শিবরঞ্জনী
এই যে ক্ষনে ক্ষনে উবে যাওয়া , সবটা মু্ড়েফেলা সোয়েটারে!
ও বাড়িতে এতো শীত, আগে বুঝিনিতো!
এতো হিমছাতিমের গন্ধ, এতো তুষারপাত!..
স্নো ফলস থেমে গেলে, আমি এক পা দু’পা করে ডুবে যাচ্ছি ক্রমশ গহীন থেকে গহীনে।
প্রতিটা শীতের ফেলে যাওয়া সুক্ষতাই আসলে আমার কাছে তীব্র বসন্তের ছবি, দলিলও বটে।
এই যে আমার কর্পূর বিলাস, এই যে মেট্রোরেলময় ভায়োলিনে শিবরঞ্জনী বাদন..