দিব্যি কাব্যিতে তুষার আচার্য্য

অভিধান
মনের কোণে অসংখ্য শব্দের বাসা।
তোমাকে নিয়েই চলে শব্দের উচ্চাশা।
শব্দ ভাঙে, গড়ে ওঠে একক শব্দমালা।
বিষয় হয়ে ওঠে, বিরহ, প্রেম জ্বালা
হৃদভাণ্ড উপচে পড়ে না কোনো ক্ষণে
প্রেম আছে, সবুজ আছে, প্রিয় আছে মনে।
প্রেমিক মনের শুধু একই সরল গান।
রক্ত, শরীর, মন জুড়ে থাকে প্রেমিকার অভিধান।