T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় তুলি

কবিতায় শেখা, কবিতায় লেখা। খেলাটা কখন লেখা হয়ে যায় — এসব জানতে পারতাম না যদিনা কোনদিন প্রভাত জ্যেঠুর কাছে যেতাম। প্রাণোচ্ছল এক অদম্য তরুন যেন। হাতে ধরে বানান শেখানো তার থেকেই পাওয়া। ওনার কলম এত শক্তিশালী ছিল যে নিজের লেখা বদলে যাচ্ছিল। আসলে উনি এমন একটা স্থান দখল করে ছিলেন যে যত লিখতে যাইনা কেন তা শেষ হবে না। প্রকৃত অর্থে অভিভাবক ছিলেন আমাদের। অনেক শিখেছি ওনার থেকে। আর শেখা হবে না…
ভালো থাকবেন জ্যেঠু না ফেরার দেশে!