কবিতায় বলরুমে সরোজ উপাধ্যায়

কবিতার প্রতি
তোমার প্রতি আমার অভিমান সব থেকে বেশি কবিতা
নির্মাণে তুমি স্রষ্টার অগাধ ভালবাসা দাবী কর
স্রষ্টা তোমায় রচনা করে আপন মনের মাধুরি দিয়ে
তবু তুমি কখনও সুন্দর কখনো নয়।
কত অত্যাচারীর কত শোষকের তুমি ছিলে বিনাশের কারণ
কত শহীদ প্রান দিল তোমার প্রকাশে তোমার প্রেরণায়
কত প্রেমকে করলে সার্থক কত বিফল প্রেমকে করলে প্রকাশ
ইতিহাস তোমার উজ্জ্বল গৌরবময় , বহন কর অন্তরের ভাষা
কবির অনুরাগ তুমি নিংড়ে নিলে তোমার প্রকাশে
তবুও তুমি কারও কাছে সুন্দর কারো কাছে নয়
তোমার রূপ দেখে লোকে বিচার করে তোমার স্রষ্টার গুনমান
তাই ত আমি অভিমানী কবিতা তোমার প্রতি
যতই তোমায় সাজাই না কেন তুমি মুখ ফিরিয়ে থাক
তোমার প্রকাশ কি হতে পারে না মোহময় সদা সুন্দর।