কবিতায় শঙ্কর তালুকদার

ভিডিয়ো

ঘটনাটা জানান দিচ্ছে,
ফেলে রেখে পচিয়ে
ডাস্টবিনে ফেলার
সুযোগ হল না।
ভিডিয়ো ভাইরাল হতেই-
মুখ্য বললেন, ছিঃ
বিরোধীরা বললে, এ কী
সেন্ট্রাল বলে, হবে বিচার
বিচার ব্যবস্থা বলে,
এ সংবিধানের পরিহাস
সাধারণেরা করে হা-হুতাশ।

আছ, শাসন ব্যবস্থা আছে
গ্রেফতার সাতাত্তর দিন পরে
প্রমান হঠাৎ এল ঘরে।
এতদিন সাংবাদিকদের তথ্য
অনুসন্ধান কমিটির সত্য
ছিল মিছে,
ভিডিয়োর কলে
উঠেছে পুলিশ জেগে
আর ভয় নেই।
আইনের নির্দিষ্ট পথে
সত্য হবে প্রতিষ্ঠিত।

দেশ ভাল আছে
কথাটা মানবে না
ভ্রান্ত মনের দুষ্ট জন,
মিথ্যে নিপীড়নের কথা
ফলাও করে তারা
করে দেশ নিধন।
প্রমান চাই, প্রমান চাই
উপায় নাই, উপায় নাই
তথ্য হয় লোপাট।
যদি চাও সত্যের উন্মোচন
ভিডিয়ো হোক সর্বক্ষণ।

আইন, আইনের পথে চলবে
গণতন্ত্রের বুলি
সেই কথা বলবে,
আর প্রশাসন
ঝাড়পোঁচ করবে
যাবে কোথায়।
বিচার পেতে হলে
প্রমান চাই
হাতের মুঠো ফোন ছাড়া
তোমার আমার
উপায় নাই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।