কবিতায় বলরুমে শ্রাবণী সেনগুপ্ত

অপেক্ষায় থাকি
সময়ের শুঁড়িপথ বেয়ে
উঠে আসে লাল পিঁপড়েরা,
মুখে লেগে থাকে মাংসের স্বাদ,
খুঁড়ে চলে হৃদয়ের গোপন ক্ষত।
প্রতিনিয়ত রক্তক্ষরণের প্রস্রবণ
বয়ে চলে নিজের মতোন।
অস্থায়ী বালিয়াড়ি জেগে ওঠে,
স্বপ্নের মরীচিকা ভেসে আসে-
সবুজ গালিচা,বেদুইনের ডেরা,
মোহময়ী বেলি নাচ।
দূরে সন্ধ্যা নামে দিকচক্রবালে,
স্থায়িত্বের অহঙ্কার হারিয়ে যায়।
আবার ফিরে আসে
রক্তাক্ত হৃদয়-
অপেক্ষায় থাকি হাস্নুহানার।