কাব্যানুশীলনে শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায় সুনিত

স্বপ্নের তরী

দেখি স্বপ্ন প্রত্যহ প্রভাতে
আমার স্বপ্নের তরী পাড়ি দিচ্ছে দেশ ,দেশান্তরে |
সুখ স্মৃতির রেশ টুকু ধরে
হাজার পাতা হচ্ছে শেষ তাড়াতাড়ি |
সেই পাতা ছিঁড়ে নৌকা বানায়
স্থবির কেন একই জায়গায় ?
নেই কোন প্লাবনের হেল দোল |
ভাবের, অগভীরে আবেগ করে উথাল…
কোন অলৌকিক হাওয়ার গতিতে কলম তো হতেই পারে দাঁড় |
একদিন শুভদিনে
স্বপ্ন হল সত্যি
অরক্তিম নদী তীরে
ভেসে এলো তরী
বৈঠা হাতে, সহজ সরল
ভদ্র ,বিনয়ে করে বন্দনা
সদা হাস্যমুখে..
দাঁড়ায় এসে মাঝি, মোর সম্মুখে |
বহু আশায় বুক বেঁধে..
স্বপ্নের তরী ভাসিয়ে চললাম দূর দেশে |
অকস্মাৎ বিনা মেঘে বজ্রপাত
অশনি সংকেতের বার্তা দূর থেকে এলো দৈব বাণী |
ফিরে যাও ,কবি ফিরে যাও
আছে বিবর তরীতে..
অকালে হবে সলিল সমাধি |
মোহনাঞ্চল সে তো বিলীন
হাজার কবিতার ঝুলি হবে ইতিহাসের দলিল |
শোনো হে কবি..
সরলের মধ্যে আছে লুকায়িত গরল |
নির্মল নিঃশ্বাসের, বিশ্বাসের আশ্বাসে
সে যে সুনিপণ হত্যাকারী |
তীক্ষ্ণ দন্তে ভয়ঙ্কর দংশনে
শরীর হবে কালকূট |
ফিরে এসো তাড়াতাড়ি..
তাকিয়ে দেখো বিশ্বাসঘাতকতার শাণিত তীক্ষ্ণফলা
তোমার বক্ষের রক্ত পান করতে উদ্যত |
হারিয়ে গেছে কত অচিরে স্বপ্নের তরী |
আর দেরি নয়
ফিরে এসো, ফিরে এসো |

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *